Khoborerchokh logo

চলমান লকডাউনে প্রধানমন্ত্রীর নির্দেশে উপহার পেল,ময়মনসিংহের ৩৫৮ যৌনকর্মী- : ডিসি ময়মনসিংহ 607 0

Khoborerchokh logo

চলমান লকডাউনে প্রধানমন্ত্রীর নির্দেশে উপহার পেল,ময়মনসিংহের ৩৫৮ যৌনকর্মী : ডিসি ময়মনসিংহ

কামাল হোসেন:
লকডাউনে অভাব অনটনে দিনাতিপাত করা ময়মনসিংহে যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন মযমনসিংহ । সমাজের অবহেলিত,চলমান সময়ের অভাবগ্রস্থ যৌনকর্মীদের খাদ্যসামগ্রী দিয়ে করা লজ্জা শরমের কিছু নেই । তারাও তো মানুষ, তাদেরও তো পরিবার পরিজন, ছেলে মেয়ে আছে । কেউ ইচ্ছা করে সমাজের ঘৃনীত কাজ করে না,কোন না কোন কারনে নিরুপায় হয়ে তারা ঐ পথ বেছে নেয় । সুতরাং তদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদেরও দায়িত্ব ।
রোববার (২৫এপ্রিল)২০২১ইং মহানগরীর গাঙ্গিনার পাড় এলাকায় ৩৫৮ জন যৌনকর্মীর মাঝে খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক।এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, চিনি ও সেমাই ।ডিসি এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অসহায়, গরিব ও দুঃখীদের মাঝেও খাদ্য পৌঁছে দেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা সমাজ সেবা অধিদফতরের কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দরা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com